পাঁচবিবিতে জালিয়াতি করে বৃদ্ধার জমি দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন

343
পাঁচবিবিতে জালিয়াতি করে বৃদ্ধার জমি দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাঁচবিবিতে জালিয়াতি করে বৃদ্ধার জমি দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবু হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার দমদমা গ্রামের জাবেদা বেওয়া (৯৫) নামে এক বৃদ্ধার ২ শতক বসত বাড়ির জায়গা (পুরাতন পৌর অফিসের উত্তর পার্শ্বে) জালিয়াতি করে লেখে নিয়ে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া অভিযোগ উঠেছে। বৃদ্ধা জাবেদা বেওয়াকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার ভাতিজা আলম ও ভাতিজার স্ত্রী মর্জিনা বেগম। নির্যাতনের শিকার হওয়া ওই বৃদ্ধা নারী ন্যায় বিচারের দাবিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনির বাড়িতে আশ্রয় নিয়ে প্রতিবেশীদের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে বৃদ্ধা জবেদা বেওয়া বলেন, জালিয়াতি করে জায়গা দখলের কথা জানাজানি হলে স্থানীয় বৈঠকের মাধ্যমে ভাতিজা আলম জীবদ্দশায় আমার দেখাশোনার দায়িত্ব নেয়। এখন আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার ঔষধ পত্রের বাটি টাও নিতে দেয়নি তারা। আমার কোন সন্তান নেই। কোথায় যাব! কোথায় থাকবো! কি খাবো জানি না। মাথা গোজার শেষ সম্বলটুকুও এখন আর থাকলো না আমার। বর্তমানে খাবারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছি প্রতিদিন। ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন গণ্যমাণ্য ব্যাক্তির কাছে গেলেও সে আমাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।