বগুড়ায় চাপড় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মাক্স বিতরণ

300
বগুড়ায় চাপড় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মাক্স বিতরণ
বগুড়ায় চাপড় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মাক্স বিতরণ

আশিক সুজন, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া শহরের চাপড় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার বিকাল তিনটায় শহরের খান্দার, সাতমাথা, রেলওয়ে স্টেশন, সিলিমপুর ও কৈগাড়ি এলাকায় বিনামূল্যে মাক্স বিতরণ কর্মসূচি পালন করে।

চাপড় সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ বাবু জানান, ২০১৮ সালে ৩০ জন সদস্য নিয়ে আমরা চাপড় সমাজ কল্যাণ সংস্থা শুরু করি। আমাদের সংস্থা সমাজের উন্নয়নমূলক কাজ করে চলছে ২০১৮ সাল থেকেই।
তিনি আরো বলেন, আমাদের চাপড় সমাজকল্যাণ সংস্থার সদস্যরা প্রতি সপ্তাহে ২০ টাকা করে সংগঠনে জমা করেন। আর নিজেদের জমানো টাকা দিয়েই আমরা এসব উন্নয়ন মূলক কাজ গুলো করে থাকি। আমরা রহমানিয়া মাদ্রাসায় ১৫ জন ছাত্রকে কোরআন শরীফ প্রদান করেছি, ১০০ জন দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি, করোনার মহামারী কালীন সময়ে ৩০ টি পরিবারের মাঝে ২৮০ কেজি চাল বিতরণ করেছি। আমারা ভবিষ্যতে আরো উন্নয়নমূলক কাজ করতে চাই।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেডিকেল ফাড়ির ইনচার্জ মো: রফিকুল ইসলাম, চাপড় সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ বাবু, সাধারণ সম্পাদক মোঃ হাকিম, আপেল,চঞ্চল, আকরাম ,শাকিল ,আলামিন বাপ্পি,রিপন সহ আরো অনেকে।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।