পাঁচবিবিতে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

374
পাঁচবিবিতে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা
পাঁচবিবিতে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৯ ডিসেম্বর সকালে উপজেলার প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ আতিথি উপজলো ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, ওসি (তদন্ত) সাইদুর রহমান, প্যানেল মেয়র নূর হোসেন, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, জয়িতা নারী আয়ো পারভীন কবিতা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিগত সালের জয়িতা নির্বাচিত নারী পাঁচবিবি নাকুড়গাছি বি,এমআই কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ। আলোচনা শেষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী পৌর কাউন্সিলর ইভানা আক্তার মিনু, সফল জননী নারী মমতাজ শাহীন, নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে উদ্যোগে জীবন শুরু করেছেন যে নারী আলেয়া পারভীন ও সমাজ উন্নয়নে অসমান্য অবদান রেখেছেন যে নারী মাসুদা বেগম ঝর্নাকে সহ ৪ জন নির্বাচিত জয়িতাকে সংবর্ধনা ক্রেষ্ট ও সনদ এবং প্রাইজবন্ড প্রদান করা হয়। এ দিবসের প্রতিপাদ্য ছিল “ “কমলা রঙের বিশে^ নারী-বাধার পথে দেবেই পাড়ি”। স্লোগান ছিল শেখ হাসিনা বারতা, নারী-পুরুষ সমতা।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।