মহাস্থানে জনতা কর্তৃক নারী ছিনতাইকারী আটক

272
মহাস্থানে জনতা কর্তৃক নারী ছিনতাইকারী আটক
মহাস্থানে জনতা কর্তৃক নারী ছিনতাইকারী আটক
রবিউল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থানে যাত্রীবেশী ছিনতাইকারী এক নারীকে জনতা করা হয়েছে। ঐ ছিনতাইকারীর নাম আকলিমা
জানা যায়, বুধবার দুপুরে বগুড়া সদর উপজেলার কাটনারপাড়া এলাকার রুবিনা ইয়াসমিন নামের এক শিক্ষক বগুড়ার মাটিডালি বাসষ্ট্যাণ্ড থেকে বাসযোগে মহাস্থান আসছিলেন। এসময় অপর এক যাত্রীবেশী নারী তাঁর পাশে চেপে বসেন। ওই বাসে অনেক যাত্রীর চাপ থাকার সুযোগে ছিনতাইকারী ওই নারী একাধিকবার তার গলার চেইনে ছোবল দিয়ে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। একপর্যায়ে বাসটি মহাস্থান বাসষ্ট্যাণ্ড থামলে রুবিনা ইয়াসমিন বাস থেকে নামার সময় ওই নারী হুড়োহুড়ি করে নামার সময় পিছন থেকে তাঁর গলার ৮আনা স্বর্ণের চেইন সুকৌশলে ছিড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ইয়াসমিন চিৎকার করলে স্থানীয় জনগণ ছিনতাইকারী ওই মহিলাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশী করে স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। ধৃত ছিনতাকারী আকলিমা আক্তার (৩০) বলেন, তার স্বামীর নাম শফিক মিয়া বাড়ি সিলেট হবিগঞ্জের অলিপুর মাধবপুর গ্রামে। পরে তাকে শিবগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, ধৃত ঐ নারীর বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করা হয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের চেইন কোর্টের আদেশমূলে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।