ওসি শাহিনুর রহমানের প্রচেষ্টায় নতুন রুপে মান্দা থানা

326
ওসি শাহিনুর রহমানের প্রচেষ্টায় নতুন রুপে মান্দা থানা
ওসি শাহিনুর রহমানের প্রচেষ্টায় নতুন রুপে মান্দা থানা

মাহবুবুজ্জামান সেতু, ব্যুরো প্রধান: নতুন রুপে সেজেছে থানা। রং তুলির আঁচরে পাল্টে গেছে চিত্র। বাহারি ফুল গাছে তৈরি হয়েছে অপরুপ সৌন্দর্য্য। শ্রদ্ধা আর ভালবাসায় এই স্থাপনার সৌর্ন্দয্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন পদক্ষেপ গহণ করা হয়ছে।

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া এবং মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান এর সার্বিক দিকনির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের নেতৃত্বে এবং সকলের আন্তরিক প্রচেষ্ঠায় বদলে গেছে থানার রুপ। নতুন রুপে শোভা পাচ্ছে মান্দা থানা ভবন।

মান্দা থানা পুলিশের উদ্যোগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এছাড়াও মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং ওসির উপস্থিতিতে মান্দা থানার ভেতরে সংস্কার কাজ শুরু করা হয়। যা বর্তমানেও চলমান আছে।নান্দনিকতা বাড়াতে এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে মাদক- সন্ত্রাস নির্মূল, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় বেশ প্রশংসা কুড়িয়েছে মান্দা থানা পুলিশ । এর আগের ওসি মোজাফ্ফর হোসেন ও মান্দা থানায় বিভিন্ন সংস্কারমূলক কাজ করেন। যার ধারাবাহিকতা রক্ষা করছেন বর্তমান ওসি।

প্রসঙ্গত, ইতোপূর্বে মান্দা থানার বেহাল অবস্থা ছিলো।বর্তমানে অনেকটাই পরিবর্তন হয়েছে। যেমন ওসি’র রুমে টাইলস্,ভিআইপি রং করাসহ উন্নতমানের গ্লাস লাগানো হয়েছে। একেই বলে সতন্ত্র ব্যক্তিত্বের অপূর্ব রুচিবোধ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, মুজিববর্ষ শতবর্ষ উৎযাপন এবং বিজয় দিবস উপলক্ষে স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই আমাদের এ উদ্যোগ আর প্রচেষ্টা। মান্দা থানার সৌন্দর্য্য বর্ধনের ক্ষেত্রে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে মাননীয় পুলিশ সুপার স্যারকে।’ ভবিষ্যতে ও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।