বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালন

723
বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালন
বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালন

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় মাবনবন্ধ, আলোচনা সভা ও মাস্ক বিতরণ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে শহরের সাতমাথায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটি, আসক বগুড়া জেলা কমিটি, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ), আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন নর্থ বেঙ্গল জোনাল কমিটি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার নেতারা।

এতে বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিি সভাপতি মোছা. স্বপনা চৌধুরী।

উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান সিনিয়র সহ-সভাপতি মোজ্জামেল হক সিমন, মাহমুদুন্নবী রাসেল, কোঅর্ডিনেটর নাজমা বেগম, আব্দুল লতিফ, উপদেষ্টা শফি মিলটন, ফজিলাতুন্নেছা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন পাপ্পু, পিংকি, দপ্তর সম্পাদক সাহেরা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা হক, আইন বিষয়ক সম্পাদক লাকি আক্তার, সনি, আশা, জীবন।

অপরদিকে আফস জেলা কমিটির উপদেষ্টা আনোয়ারুল ইসলাম বাচ্চু, সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক লতিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আপেল, প্রচার সম্পাদক শাহিনুর রহমান, নুর ইসলাম, আব্দুল্লাহেল কাফি, জাকির হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।