মোকামতলায় জাতীয় পার্টি অফিস ভাংচুর 

347
মোকামতলায় জাতীয় পার্টি অফিস ভাংচুর
মোকামতলায় জাতীয় পার্টি অফিস ভাংচুর
রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন জাতীয় পার্টি অফিসে হামলা চালিয়ে অফিস ভাংচুরের খবর পাওয়া গিয়েছে।
জানা যায়, ১২ নভেম্বর শনিবার সকাল আনুমানিক  ১১ টার সময় মোকামতলা বাসষ্ট্যান্ড সংলগ্ন মোকামতলা ইউনিয়ন পার্টি অফিসের পিছনে টিনের  হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মাদ এরশাদ, রওশন  এরশাদ, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ’র ছবি, ফেস্টুন, ব্যানার ও সাইন বোর্ড ভাংচুর করা হয়, একপর্যায়ে কার্যালয় সংলগ্ন টিন দ্বারা তৈরী স্থাপনা ভেঙ্গে ফেলে।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী  বলেন, ১০০ বছরের জন্য পূর্বের বিদ্যালয় কমিটির নিকট থেকে ৩শতক জায়গা জাতীয় পার্টির অফিসের জন্য লীজ নেওয়া হয়, যাহার কাগজপত্র আমাদের নামে রয়েছে। কিন্তু হঠাৎ করে বর্তমান প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম  শিক্ষক ও শিক্ষার্থীদের উস্কানি দিয়ে  হামলা চালিয়ে অফিস ভাংচুর লুটতরাজ করে আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে।
এব্যাপারে মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, জায়গাটি বিদ্যালয়ের, জাতীয় পার্টির কার্যালয়ে জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট থেকে লীজ নেওয়ার কোন কাগজপত্র নেই। হামলা ও লুটপাতের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
এব্যাপারে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী মোকামতলা জাতীয় পার্টির কার্যালয় ভাংচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জায়গা সংক্রান্ত জেরে এমন ঘটনা ঘটতে পারে,  অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।