বগুড়া ঠনঠনিয়া এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

512
মো: আশিকুর রহমান সুজন, বগুড়া জেলা প্রতিনিধি:-  বগুড়া শহরের ঠনঠনিয়া সরদার পাড়া এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের দক্ষিণ প্রাচীর সংলগ্ন মসজিদুল আর্কসের বিল্ডিং এর সামনে থেকে জনগণের সহযোগিতায় দেশীয় অস্ত্রসহ সেতু ও ফুতি নামের দু’জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বনানী পুলিশ ফাঁড়ি।

জানা যায়, বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ি এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান ডিউটি করা সময় ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে অবস্থান করা সময় ১৬.০৫ মিনিটে বগুড়া শহরে ঠনঠনিয়া সরদার পাড়ার এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের দক্ষিণ পাশে মসজিদুল আর্কস এর নির্মাণাধীন বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি অসৎ উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিয়ে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করে।
এ সময় জনগণ আসামি ১.মোঃ সেতু,পিতা নুর আলম, ২. ফুতি হরার দীঘি থানা গাবতলী কে আটক করে বনানী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ কে ফোন করে জানালে এস আই সাজ্জাতুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স ১৮.১০ মিনিটে উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারী সেতু ও ফুতির দেহ তল্লাশি করে ২’টি দেশীয় অস্ত্রসহ আটক করে।
এ বিষয়ে বনানী ফাঁড়ির এস আই সাজ্জাতুল ইসলাম জানান, আমি অফিসার ইনচার্জ মাহমুদ হাসান স্যারের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হলে সেতু ও ফুতি নামের দু’জন চিহ্নিত ছিনতাইকারী কে জনগণের সাহায্যে আটক করি‌।
এ সময় সেতুর দেহ তল্লাশি করে তার জিন্সের প্যান্টের ডান ও বাম পকেট থেকে একটি লাল কালো ও নীল রং এর বাট যুক্ত বার্মিজ চাকু যার দৈর্ঘ্য ১০ ইঞ্চি ও একটি কালো রং এর বাট যুক্ত বার্মিজ চাকু যার দৈঘ্য ৭ ইঞ্চি উদ্ধার করি।
গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপযুক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং চাকু নিজের কাছে রাখার বিষয়ে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি ৷
বনানী ফাঁড়ির অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান ”দৈনিক প্রত্যাশা প্রতিদিন ” কে জানান, সেতু ও ফুতি দু‌’জন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী।
সেতু ছাত্রলীগ নেতা আব্দুল কাদেরের বাবার কাছে চাঁদার দাবি, নগদ টাকা ও সোনার চেইন ছিনতাই করে এবং ছাত্রলীগ নেতা আব্দুল কাদের কে প্রান নাশের উদ্দেশ্যে ছুরিকাঘাতের মামলার ৩ নং আসামী ৷ উক্ত আসামির অবৈধ বার্মিজ চাকু নিজের হেফাজতে রেখে আর্মস অ্যাক্ট ১৮৭৮ এর ১৯-(E) ধারায় মামলা দিয়ে সদর থানায় প্রেরণ করেছি।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।