ধামইরহাটে করোনার ভ্যাকসিন নিলেন ইউএনও, ওসি ও স্বাস্থ্য প্রশাসক

264

জাহিদ হাসান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-  কোভিড-১৯ মোকাবিলায় দেশের মাটিতে রচিত হলো এক নতুন ইতিহাস। অবশেষে নিন্দুকদের নিন্দার তোয়াক্কা না করে সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে আনুষ্ঠানিক ভাবে করোনার ভ্যাকসিন নেওয়ার উদ্বোধন করা হয়েছে।

১ম দিনে ভ্যাকসিন নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ধামইরহাট থানার ওসি এবং স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা।

৭ ফেব্রুয়ারী রবিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় প্রথম ভ্যাকসিন নিয়ে এ যাত্রার উদ্বোধন করেন।

এর পর পরই ভ্যাকসিন গ্রহন করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসসহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ বাহিনী ও বিজিবি’র সদস্যরা। ১ম দিনে ৫৭ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে হাসপাতাল সূত্র জানায়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। ভ্যাকসিন গ্রহণের পর সকলেই জয়বাংলা ধ্বনি দিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান নির্ভয়ে ধামইরহাট পৌর সহ উপজেলার সর্বস্থরের জনগনকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় জানান, আমি ভ্যাকসিন নিয়েছি, যাতে করে সকলেই ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ হন, ভ্যাকসিন নিয়ে আমার কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ করিনি।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, আমি ও ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন আমরা ভ্যাকসিন নিয়েছি, সকলেই রেজিষ্ট্রেশন সাপেক্ষে ভ্যাকসিন নেবেন তাকে কোন সমস্যা নেই।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।