পাঁচবিবিতে বিজিবি কর্তৃক ৭০ হাজার পিস ভারতীয় ঔষধ (ট্যাবলেট) উদ্ধার

275

আবু হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :-  ০৯ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৩ টার দিকে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিন বাগজানার আটাপড়া বিওপির সুবেদার সৈয়দ মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে রাত্রী কালীন বিজিবির টহল দল পার্শ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের রতনপুর মাঠে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস আমদানী নিষিদ্ধ ভারতীয় ডেকাসন ট্যাবলেট ও ৪২ হাজার পিস আমদানী নিষিদ্ধ ভাতীয় পেরোপটিন ট্যাবলেট উদ্ধার করে।

আটাপাড়া বিওপির সুবেদার জানান বিজিবি সদস্যরা চোরাকার বারীদের ধাওয়া করলে তারা মালামাল গুলো ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত ট্যাবলেট পরে বিওপিতে নিয়ে আসা হয়। আটককৃত ৭০ হাজার পিস ঔষধ (ট্যাবলেট) এর আনুমানিক মুল্য ২১ হাজার টাকা বলে বিওপি সুত্রে জানা যায়।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।