বগুড়ায় মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা

244
বগুড়া সদর থানা।
ক্রাইম রিপোর্টারঃ-  বগুড়ায় মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক ৩টি মামলা হয়েছে।

মামলা ৩ টির মধ্যে ২টিতে  জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও  মালিক গ্রুপের সাবেক আহবায়ক মুনজুরুল আলম মোহনকে ও একটিতে মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে আসামী করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চারমাথা বাসটার্মিনাল চত্বরে মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশ কনস্টেবল রমজান আলীকে ছুরিকাঘাতসহ সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় উপ-শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান বাদী হয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহনসহ ৬ জনের নাম উল্লেখ করে আড়াইশ নেতাকর্মীর নামে মামলা করেছে।

অপরদিকে পেট্রল পাম্প ভাঙচুর, বাস ভাঙচুরের অভিযোগে মুনজুরুল আলম মোহনের পক্ষে তার ছোট ভাই মশিউল আলম দীপন বাদী হয়ে আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এছাড়াও মটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদী হয়ে তার অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা মুনজুরুল আলম মোহনকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতা কর্মীর নামে আরেকটি মামলা করেছেন।

বুধবার বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর এতথ্য নিশ্চিত করেছেন।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।