বগুড়া পৌরসভার নির্বাচনে বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন যারা

266

বগুড়া অফিসঃ- বগুড়া পৌরসভা নির্বাচনে বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন- মেয়র- রেজাউল করিম বাদশা।

কাউন্সিলরগণ :-

০১নং ওয়ার্ডে – শাহ মেহেদী হাসান হিমু, ০২নং ওয়ার্ডে – তৌহিদুল ইসলাম বিটু, ০৩নং ওয়ার্ডে – কবিরাজ তরুন কুমার চক্রবতী, ০৪নং ওয়ার্ডে – মতিন সরকার, ০৫নং ওয়ার্ডে – রেজাউল করিম ডাবলু, ০৬নং ওয়ার্ডে – পরিমল চন্দ্র দাস, ০৭নং ওয়ার্ডে – দেলোয়ার হোসেন পশারী হিরু, ০৮নং ওয়ার্ডে – এরশাদুল বারী এরশাদ, ০৯নং ওয়ার্ডে – আলহাজ্ব শেখ, ১০নং ওয়ার্ডে – আরিফুর রহমান আরিফ, ১১নং ওয়ার্ডে – সিপার আল বখতিয়ার, ১২নং ওয়ার্ডে – সুমন, ১৩নং ওয়ার্ডে – আল মামুন আকন্দ, ১৪নং ওয়ার্ডে – এম আর ইসলাম রফিক, ১৫নং ওয়ার্ডে – আমিনুল ইসলাম, ১৬নং ওয়ার্ডে – আমিন আল মেহেদী, ১৭নং ওয়ার্ডে – ইকবাল হোসেন রাজু, ১৮নং ওয়ার্ডে – মোঃ রাজু হোসেন পাইকার রাজু, ১৯নং ওয়ার্ডে – লুৎফর রহমান মিন্টু, ২০নং ওয়ার্ডে – রোস্তম আলী, ২১নং ওয়ার্ডে – রুহুল কুদ্দুস ডিলু।

সংরক্ষিত মহিলা আসনে :-

(১,২,৩)নং ওয়ার্ডে – মোছাঃ জোবাইদা বেগম, (৪,৫,৬)নং ওয়ার্ডে – ফারুক সখিনা শিখা, (৭,৮,৯)নং ওয়ার্ডে – মোছাঃ হোসনে আরা হাসি, (১০,১১,১২)নং ওয়ার্ডে – শাহিনুর আকতার সানু, (১৩,১৪,১৫)নং ওয়ার্ডে – মোছাঃ শিরিন আকতার, (১৬,১৭,১৮)নং ওয়ার্ডে – মোছাঃ মুক্তি বেগম, (১৯,২০,২১)নং ওয়ার্ডে মোছাঃ মঞ্জুযারা খাতুন।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।