বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ উদযাপন

342
আব্দুর রহমান, রিপোর্টার বগুড়াঃ-  বগুড়ায় ঐতিহাসিক শহীদ খোকন পার্কে জেলা পুলিশ  উদযাপিত করলো ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন।
রবিবার বিকেলে বেলুন উড়িয়ে ও কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া বিপিএম।
সদর থানার আয়োজনে ওসি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনাড়ম্বর পরিবেশের মধ্যে দিয়ে আনন্দ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআইডির এসপি কাওসার শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ- সভাপতি মাহফুজুর ইসলাম রাজ, উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, ওসি ডিবি আব্দুর রাজ্জাকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, জনপ্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বগুড়ার ১২ টি থানায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে আনন্দ উদযাপন অনুষ্ঠান।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।