জয়পুরহাটে ডিবি-পুলিশ কর্তৃক ফেন্সিডিলসহ নারী মাদক কারবারী আটক

504
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-  জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ কর্তৃক ৬০(ষাট) বোতল ফেন্সিডিলসহ ০২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় ও ওসি ডিবি এর সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট জেলার ডিবি পুলিশের এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জয়পুরহাট সদর থানার পৌরসভা এলাকার ডাঃ আবুল কাশেম ময়দানের সামনে দুইজন মহিলা মাদকদ্রব্য ফেন্সিডিল বডি ফিটিং অবস্থায় গাড়ির অপেক্ষা করছে।
এই মর্মে সংবাদ পেয়ে উক্ত স্থানে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আটক করে। তাৎক্ষনিক তল্লাশী করলে উক্ত মাদকদ্রব্য উদ্ধার পূর্বক রেহেনা (৩৮) স্বামী- শফিকুল ইসলাম, গ্রাম- আয়মা রসুলপুর ও ভানু(৫০), স্বামী- জেকের আলী, গ্রাম-উত্তর গোপালপুর, উভয়ের থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাটদ্বয়ের নিকট হইতে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা প্রস্তুতি চলছে।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।