পাঁচবিবিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

264

আবু হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :-  নিন্ম মানের খাবার তৈরী ও মূল্য তালিকা না থাকায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেশকিছু বেকারী ও মুদি দোকানীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা ভোক্তা অধিকার আইন ২০০৯ সালে/৫১ ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শহরের আনছার বেকারীর ২০ হাজার ও বৈশাখী বেকারীর ৫ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে ৩৯ ধারায় বাজারে দোকানের বিক্রয় পণ্যের মূল্য তালিকা ঝুলানো না থাকায় বিভিন্ন পরিমানে অর্থ জরিমানা করেন। সহকারি কমিশনার সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা সহ প্রাথমিক সর্তকীকরণ করেন।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।