বঙ্গবন্ধুর জন্ম দিনে ১৫মন মিষ্টান্ন বিতরণ

275

বিপুল রায়, নীলফামারী জেলা প্রতিনিধি :-  আনন্দ উৎসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উদযাপিত হয়েছে নীলফামারীতে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিভিন্ন কর্মসূচি।

সকালে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পরে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান এবং পর্যায়ক্রমে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

ডিসি’স গার্ডেনে শিশুদের নিয়ে ১০১টি বেলুন উড়িয়ে শিশু দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক। একই স্থানে বিশেষায়িত শিশুদের নিয়ে কেক কাটা হয়।

এর আগে সকালে পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এর উদ্যোগে শহরের বিভিন্ন মাদরাসা, এতিমখানায় ১৫মন মিষ্টান্ন বিতরণ করা হয়।

এ ছাড়াও পৌর আওয়ামী লীগের উদ্যোগে ১০১ শিশুকে নিয়ে কেক কাটা হয় বঙ্গবন্ধু চত্বরে। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।