ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

512
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-  জয়পুরহাট জেলা নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত সুশাসন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আপনাদের জান ও মালের নিরাপত্তা বিধানে আমি প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রদর্শিত দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পুলিশ সেবা প্রদান করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
পাঠকদের জন্য মন্তব্যটি হুবহু তুলে ধরা হলো
সুপ্রিয় জয়পুরহাট বাসি,
আসসালামু আলাইকুম। আমি গত ১৮ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার পুলিশ সুপার, জয়পুরহাট হিসেবে যোগদান করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নির্দেশিত সুশাসন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আপনাদের জান ও মালের নিরাপত্তা বিধানে আমি প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম(বার)  প্রদর্শিত  দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পুলিশি সেবা প্রদান করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধ দমন ও প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণকে সাথে নিয়ে জয়পুরহাট জেলা পুলিশ কে জনবান্ধব ও জনতার পুলিশে রূপান্তর করব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। যতদিন আমি এই সুপ্রাচীন জনপদ জয়পুরহাট জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করব ততদিন আমি আপনাদের পুলিশ সুপার হিসেবে পরিচিত হতে চাই। আপনার পুলিশ, আপনার পাশে- এই হোক আমাদের স্লোগান। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মঙ্গল করুন। আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদান্তে,
মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম,
পুলিশ সুপার, জয়পুরহাট
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।