ধামইরহাটে আদিবাসীর বাড়ীতে হামলা

346

 ভাংচুর ও জমি জবর দখল

জাহিদ হাসান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :-  নওগাঁর ধামইরহাটে আদিবাসীর বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও জমি জবর দখলের ঘটনা ঘটেছে। বিচারের জন্য ৮দিন অসহায় ভুক্তভোগী আদিবাসী বিধবা নারী ঘুরছেন দ্বারে দ্বারে।

জানা গেছে, গত ১৪ মার্চ’২০২১ তারিখে জীবিকার জন্য দিনমজুর কাজ করতে মাঠে যায় বিধবা আদিবাসী নারী মৃত জগাই হেমরমের স্ত্রী শ্রীমতি দিপালী হেমরম। এই সুযোগে প্রতিপক্ষ ওবাইদুল রশিদ ওরফে সাদ্দাম ও সাইফুলসহ ৭/৮ জন দিপালীর বাড়ীতে ভাংচুর চালিয়ে ঘরের টিনও ছাউনির ক্ষতি করে।

এ সময় বিদেশ যাত্রার জন্য ঘরে রাখা ৫০ হাজার টাকা, ১ মন চাল, ২ মন আলু ও স্বর্ণালংকার সহ মোট ৭০ হাজার টাকার ক্ষতি করে। দৃুপুরের খাবার খেতে বাড়ীতে আসলে বিবাদী ওবায়দুল ইসলাম দিপালীকে মারপিট ও শ্লীলতাহানী করে।

বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে ১ সপ্তাহ ঘুরেও কোন সুবিচার পাননি বলে অভিযোগ করেন দিপালী রাণী।

ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে আমাকে অভিযোগ দেওয়ার পরদিন, আদিবাসী পরিষদ, স্থানীয় নেতৃবৃন্দ, থানাসহ বিভিন্ন দপ্তরেই বিবাদী অভিযোগ করেছেন, বাদী আসলে কার কাছে ও কোথায় বিচার প্রার্থী সেটিই আমাদের কাছে পরিস্কার না।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, জমি-জমা সংক্রান্ত ঘটনাটি আমাকে আদিবাসী নেতৃবৃন্দ অবহিত করেছে, আমরা বিষয় খতিয়ে দেখছি।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।