বগুড়ায় ৪ টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

380
বগুড়ায় এসএসসি পরীক্ষা
বগুড়ায় ৪ টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

স্টাফ রিপোর্টারঃ-  সারা দেশের ন্যায় বগুড়া সদর উপজেলার ৪ টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে শান্তি পূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ৪ টির পরীক্ষা পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল।

সদরের মানিকচক উচ্চ বিদ্যালয়, বাঘোপাড়া দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ ও গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯টি বিদ্যালয়ের মোট ৭০৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এদের মধ্য ছাত্র- ২৭২ ও ছাত্রী ৪৩৬ জন, প্রথম দিনে বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ছিল ৭ জন।

অন্যান্যর মধ্য এ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহমুদ মোরশেদ, দায়িত্বে ছিলেন উপজেলা উপসহকারী কর্মকর্তা এসএম মিজানুর রহমান, কেন্দ্র সচিব ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। অপরদিকে গোকুল তমিরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম দিনে বাংলা প্রথম পত্রে ৬ টি বিদ্যালয়ের মোট ৫৫৬ জন ছাত্র- ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে। এদের মধ্য ছাত্র ৩৫৫ ও ছাত্রী ২০১ জন এবং অনুপস্থিত ছিল ০৩ জন।

যেসব বিদ্যালয়ের পরীক্ষার্থী গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহন করে তাদের মধ্য গোকুল তমিরুননেছা উচ্চ বিদ্যালয়, রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়, রজাকপুর উচ্চ বিঃ, ভবানীগঞ্জ উচ্চ বিঃ, ভান্ডার পাইকা উচ্চ বিঃ, পল্লী মঙ্গল উচ্চ বিঃ, দক্ষিণভাগ উচ্চ বিঃ, নামুজা ও বামন পাড়া উচ্চ বিদ্যালয়।

অপর দিকে গোকুল তমিরুননেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অন্যানের মধ্য উপস্থিত ছিলেন, কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা দায়িত্বে ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা সালাউদ্দিন সিদ্দিকী। এ কেন্দ্রে যেসব বিদ্যালয়ের পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে তাদের মধ্য গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, হাজরাদিঘি উচ্চ বিঃ, চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়, সাতশিমুলিয়া উচ্চ বিঃ, বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ, খাতেমন আদর্শ উচ্চ বিদ্যালয়।

০৪ টি কেন্দ্রেই শান্তি পূর্নভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়াই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ সস্তোষ্ট প্রকাশ করেন এবং আগামী পরীক্ষা গুলোও ভালভাবে শেষ হবে বলেও তারা আশা করেন।

বগুড়ায় ৪ টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।