হিলিতে কমেছে সব ধরণের চালের দাম

302

ছামিউল ইসলাম আরিফ, দিনাজপুর (হিলি) প্রতিনিধিঃ—  দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে চালের দাম কমেছে ৩ থেকে ৪ টাকা।

সরকার স্বল্পমূল্যে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসুচির চাল বিক্রি শুরু করায় চালের দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে চালের দাম কমায় সস্তি ফিরেছে সাধারন মানুষের মাঝে।
শুক্রবারে হিলি বাজারের গিয়ে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের খুচরা চাল বিক্রেতারা বলেন, গেলো সপ্তাহে খুচরা বাজারে স্বর্ণ-৫ জাতের চাল প্রতিকেজি ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। আরও বিভিন্নরকম চালের মধ্যে সম্পাকাটারি প্রতিকেজি চাল ৭০ টাকার থেকে বিক্রি হচ্ছে ৬৫ ও ৬৬ টাকা কেজি দরে, ২৮ জাতের প্রতিকেজি ৫৫ টাকার চাল ৫১ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপরও ক্রেতা কম। বিক্রি নেই বললেই চলে।

হিলি বাজারের পাইকারি চাল বিক্রেতা বাবুল হোসেন বলেন, গেলো মাসে চালের বাজারে উদ্ধমুখি ছিল। সরকার ভারত থেকে চাল আমদানিতে শুল্ক কমানোসহ খোলা বাজারে চাল বিক্রি ও খাদ্যবান্ধব কর্মসুচির চাল বিক্রি শুরু করায় ক্রেতারা সেখানেই বেশি ভিড় করছেন। । তারা খোলা বাজারে (সরকারি ছুটির দিন ছাড়া) প্রতিদিন ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল কিনতে পারছেন। আর খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় সুবিধাভোগিরা ১৫ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল কিনতে পারছেন।
তাই দোকানে চাল বিক্রি কমে গেছে।

হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান বলেন, হাকিমপুর পৌরসভা এলাকায় ডিলারদের মাধ্যমে ছুটির দিন ছাড়া প্রতিদিন ৩০ টাকা কেজি দরে ৬ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।