আত্রাইয়ে পেঁয়াজের বাজার অস্থির: প্রশাসনের পদক্ষেপে দাম নেমে আসলো অর্ধেকে!

232

নওগা জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে হঠাৎ করে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে পড়ায় বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ফলে একলাফে দামে নেমে আসলো অর্ধেকে। সকালে আত্রাই উপজেলার বিভিন্ন কাঁচা বাজারে নিত্যপণ্য পেঁয়াজ ৮০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি করতে থাকে কিছু অসাধু ব্যবসায়ীরা।গত কাল বুধবার পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম অভিযান পরিচালনা করেন উপজেলার বিভিন্ন হাট বাজারে।

এ সময় ভবানীপুর বাজারের এক দোকানে মুল্য তালিকা না থাকায় ও বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে চয়েন আলী নামের এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন। উপজেলা প্রশাসনের এ অভিযানের পর উপজেলার হাট-বাজার গুলোতে প্রতি কেজি পেঁয়াজ ৫০-৫৫ টাকা দরে বিক্রয় হচ্ছে।উপজেলা নির্বাহী মো. ছানাউল ইসলাম বলেন, সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের বাজারে কৃত্তিম সংকট তৈরী করে বাজার অস্থির করেছে একটি অসধু ব্যবসায়ী চক্র, এমন অভিযোগের ভিত্তিতে বাজারে ভ্রাম্যামান আদালত পরিচালনা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে এই অভিযান অব্যহত থাকবে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।