মান্দায় ভূমি অফিসে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

283

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তা হলেন, নুরুল্যাবাদ- কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা লতিফর রহমান।

ভূক্তভোগীরা জানান, পরিদর্শনের সময় এসিল্যান্ডের উপস্থিতিতে ওই অফিসে জমির খাজনা গেলে তাদের কাছ থেকে খাজনার রশিদে উল্লেখিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করেন অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা লতিফর রহমান। এটি শুধু ওই ভূমি অফিসেরই চিত্র না। বরং মান্দা উপজেলার প্রতিটি ভূমি অফিসের একই অবস্থা। যেনো দেখার কেউ নেই! তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পান না। প্রতিবাদ করলে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হতে হয়। আর প্রতিটি ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্যতো আছেই। দালাল আর ঘুস ছাড়া কোন কাজই হয় না মান্দার ভূমি অফিসগুলোতে এমন হাজারো অভিযোগ ভূক্তোভূগীদের।

বিশেষ করে খাজনা-খারিজ বা ক্রয়- বিক্রয়ের সময় জমির খাজনা দিতে গেলে অতিরিক্ত টাকা ঘুষ না দিলে খাজনার রশিদ মিলেনা। অনেক সময় খাজনার রশিদের সংকট দেখিয়ে অতিরিক্ত টাকা নেয়া হয়ে থাকে। শুধু তাই না, অনলাইনে জমি খারিজ করতেও যেনো ভোগান্তির শেষ নেই! ঠুনকো অভিযোগে অথবা কাজগের নূন্যতম গড়মিল পরিলক্ষিত হওয়া মাত্রই খারিজ আবেদন বাতিল ঘোষনা করে নথিজাত করা হয়। গত কয়েক বছরে মান্দায় হাজার- হাজার খারিজ আবেদন নথিজাত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

মান্দার ভূমি অফিসের কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণে অতিষ্ঠ সাধারণ জনগণ। ভূমি অফিসে গেলে কে অফিসার? কে কর্মচারী চেনাই মুশকিল! আর এজন্যই দালালদের খপ্পরে পড়ে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবা প্রত্যাশীরা। বৈরী আচরণ, অতিরিক্ত টাকার বিনিময়ে কাজ করিয়ে নেয়া এবং ভূমি অফিসের সকল প্রকার ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে চায় মান্দাবাসী।

এব্যাপারে নুরুল্যাবাদ- কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ওই অভিযুক্ত ভূমি কর্মকর্তা লতিফর রহমান কোন মন্তব্য করতে রাজি হননি।

মান্দা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক বলেন, এবিষয়ে ভূক্তোভূগীদের সু-নির্দিষ্ট এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।