পাঁচবিবিতে প্রান্তিক কৃষকের জমি দখলের চেষ্টা

218

আবু হাসান, পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা গোপিনাথপুর গ্রামে আজিজুল ইসলামসহ একাধিক প্রান্তিক কৃষকের জমি অবৈধ ভাবে দখলের চেষ্টা করায় এর প্রতিবাদে রবিবার বেলা ১১ টায় পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী কৃষকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুল ইসলামসহ কৃষকরা জানায়, প্রায় অর্ধশত বছর ধরে আমারা বিভিন্ন ওয়ারিশগণ ওই এলাকার ৯৯ শতক জমি ভোগ দখল করে আসছি। এছাড়াও আয়মা খাশবাট্রা গ্রামের রেজাউল করিম ক্রয় সূত্রে ১৪ শতক জমি ভোগ দখল করছে।

হঠাৎ করে সেই জমি নিজেদের দাবি করে প্রতিপক্ষ খাশবাট্রা গ্রামের মোকলেছ সোনারের ছেলে জহুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বকুল হোসেন, মুকুল হোসেন ও সাইদুল ইসলাম লাঠিসোঁটা নিয়ে দল বেঁধে এসে আমাদের জমি দখলের চেষ্টা করছে। আমরা বাঁধা দিলে তাঁরা আমাদের উপর হামলা চালিয়ে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এ অবস্থায় এর প্রতিকার চেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনের বিষয়ে জানাতে প্রতিক্ষর মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।