সোনাতলায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

281

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় মৎস অধিদপ্তরের অর্থায়নে উপজেলার ৫টি বিলের উন্মুক্তজলাশয়ে বারের মতো ৬’শ ৭৫ কেজি বিভিন্ন জাতের পোনা মাছের অবমুক্ত করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা মৎস অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন প্রধান অতিথি থেকে পৌর এলাকার দাড়কিছিলা বিলে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করেন।

এ সময় উপজেলা কৃষি অফিসার মাসুদ আহমেদ, মৎস অফিসার হাফিজুর রহমান, মৎস সম্প্রসারন অফিসার রোকসানা, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্জন অজয় চন্দ্র, পেীর কাউন্সিলর রবিউল খান, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, ঠিকাদার প্রভাষক নুর আলম লিখন, আওয়ামী লীগ নেতা প্রভাষক রেজাউল করিম রেজা, আজম খান উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি নিজে উপস্থিত থেকে উপজেলার পাকুল্লা শালিখা বিলে, শিচারপাড়া গুচ্ছগ্রাম, পারবাইশা বিলে ও কলসদহ বিলে মাছের পোনাগুলো অবমুক্ত করেন।

 

 

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।