মান্দায় অগ্নিকাণ্ডে ৪টি বাড়ি পুড়ে ছাই; ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

237

মাহবুবুজ্জামান সেতু, মান্দা ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বৈদ্যুতিক মিটার বাষ্ট হয়ে গনেশপুর ইউপি’র শ্রীরামপুর গ্রামের কারিগরপাড়ায় ইটের তৈরী ৪টি পাকা ঘরের ছাউনিসহ ঘরের ভেতরে থাকা ধান,চাল, পিঁয়াজ,রসুন, হাঁস,মুরগী,পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে মান্দার ফেরিঘাট থেকে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। শয়নঘরের পাশে থাকা বৈদ্যুতিক ডিজিটাল মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষ্যদর্শীরা জানান।

জানা গেছে, গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত বছির শেখ এর ছেলে আশাব্বর আলী শেখ এর বাড়িতে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে বৈদ্যুতিক মিটার বাষ্ট হয়ে আগুন লেগে আশাব্বর আলী সহ তার দুই ছেলে আনিছার রহমান ও আজিজার রহমান এবং প্রতিবেশি একাব্বর আলী শেখ এর বাড়িতে আগুন লেগে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।

আশাব্বর আলী বলেন, আগুন লেগে আমার এবং আমার ছেলে ও প্রতিবেশি একজনের বাড়ির সম্পূর্ন মালামাল পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে আমরা খুব অসহায়। আমরা সরকারি সহযোগীতা কামনা করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গনেশপুর ইউপি সদস্য সেকেন্দার আলী।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।