সাপাহারে অবৈধ সূতি জাল পাতানোর দায়ে ১০ হাজার টাকা জরিমানা  

247

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে টাস্কফোর্স অভিযানে অবৈধ সূতি জাল পাতানোর দায়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

 

২৬ সেপ্টেম্বর শনিবার দুপুর হতে উপজেলার হাপানিয়া বেলডাঙ্গা এলাকায় পূণর্ভবা নদীতে পুলিশ, বিজিবি ও উপজেলা মৎস্য বিভাগের সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী এর নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদীতে পানি প্রবাহের গতিপথ পরিবর্তন ও বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ সূতি জাল পাতানোর দায়ে দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী জানান, নদীতে পানি প্রবাহের গতিপথ স্বাভাবিক রাখতে, প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ সূতি জাল বিরোধী টাস্কফোর্স এর অভিযান অব্যাহত থাকবে। এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।