হরিপুরে আর্শ্বিনা ঝড়ে লন্ডভন্ড বিধবা সোনামতির ঘর

192

জে,ইতি হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হরিপুর উপজেলার আমগাঁও (গাজিবস্তি) গ্রামের মৃত তহরিল এর স্ত্রী বিধবা সোনামতি নামের এক বুড়ির ঘর গত কয়েকদিনের আর্শ্বিনা বৃষ্টিপাত ও ঝড়ে তাঁর ঘরটি লন্ডভন্ড হয়ে গেছে।

সরেজমিনে জানা যায়, হরিপুর উপজেলার আমগাঁও (গাজিবস্তি) গ্রামের মৃত তহবিল এর স্ত্রী বিধবা সোনামতি বয়স অনুমান ৬৮ বছর হবে সংসারে এক মেয়ে স্বামী পরিত্যক্ত নাম ভাসানী আর দুইটি নাতি একটির বয়স ৩ আর একটির বয়স ৯ বছর। এলাকায় বুড়িকে চিনে ভাসানীর মা নামে।

সোনামতির স্বামী মারা যাওয়ার ৭ বছর হবে অভাবীর সংসারে ভিক্ষা করে চলে, এরিমাঝে গত কয়েকদিনের আর্শ্বিনা বৃষ্টিপাত ও ঝড়ে তাঁর একমাত্র মাটির ঘরটি লন্ডভন্ড হয়ে গেছে।

সরেজমিনে আরো দেখা গেছে, ৯-১০ ভাঙ্গা টিনের ছাউনি দিয়ে কোনোমতে দিন চলত কিন্ত আজ আর কিছুই রইলনা। মাটির ঘরটি স্বামীর রেখে যাওয়া সম্পদ সেটিও ভাঙ্গনের কবলে পড়ে আছে, দুঃখের এই সংসারে চরম অর্থ সংকটে দিনপার করছেন ৪ সদস্যের এই সোনামতি সংসার।

সোনামতি জানান, আমি গরীব এবং দারিদ্র আমাকে একটি ঘর ব্যবস্থা করে দিলে ভাল হয়। প্রতিবেশি প্রাইমারি সহকারি শিক্ষক মাসুদ রানা জানান, উপজেলা প্রসাশন এবং জনপ্রতিনিধি যদি এই সাধরণ মানুষের খোঁজ নেন তাহলে আমাদের সমাজে অবহেলিত মানুষগুলো একটু শান্তিতে থাকতে পারে। তবে অবশ্যই প্রসাশনের দৃষ্টি আকর্ষন করছি।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।