সাপাহারে বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

220
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাল্য বিবাহ নিরোধ অাইন-২০১৭ অবহিতকরণ ও মাদক প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডলের সভাপতিত্বে তিলনা ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিস  (ইউএনও) কল্যাণ চৌধুরী, এ প্রশিক্ষণ বাস্তবায়ন করেন। এতে তিলনা ও গোয়ালা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য-সদস্যা, শিক্ষক, সাংবাদিক সূধীজন সহ প্রায় দুই শতাধিক ব্যক্তি অংশ নেন।
এসময় ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সরকার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।