কালাইয়ে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ কাজের উদ্বোধন   

267
ভ্রাম্রমাণ প্রতিনিধি (জয়পুরহাট): মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এই স্লোগানের বাস্তবতা প্রতিফলন ঘটানোর লক্ষ্যকে সামনে নিয়ে জয়পুরহাটের কালাই উপজেলার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর-২০২০” উদ্বোধন করা হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী মোবাইল মেইনটেনেন্স কাজের এই কর্মসূচি।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আয়োজনে উপজেলার পুনট টু মোসলিমঞ্জের “মন্টু-চেয়ারম্যান” সড়কে প্রধান অতিথি হিসেবে এই কাজের উদ্বোধন করেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিনফুজুর রহমান মিলন।

এ সময় কালাই উপজেলার এলজিইডি’র প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলার এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী আবদুস ছালাম, উপজেলার ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলার এলজিইডির কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের শেষে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন বলেন, শহরের সব সুযোগ-সুবিধা গ্রামগঞ্জে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ‘আমার গ্রাম, আমার শহর’র পরিকল্পনা প্রণয়ন করেছেন। এটি বাস্তবায়িত হলে শহর এবং গ্রামের বৈষম্য দূর হবে।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।