নওগাঁর মান্দায় আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তৃর্ণ এলাকা প্লাবিত

239

মাহবুবুজ্জামান সেতু, ব্যুরোপ্রধান: নওগাঁর মান্দায় আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হচ্ছে । এতে করে বিষ্ণপুর ইউপির বিভিন্ন এলাকায় নুতন নতুন বাড়িঘর এবং ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। নওগাঁ পানি উন্নয়নর বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ উজ্জামান খান জানিয়েছেন, গত কয়েক দিনের একটানা ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসায় আত্রাই নদীর অধিকাংশ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে । তাঁর দেয়া তথ্য অনুযায়ী মান্দার আত্রাই নদীর জোতবাজার পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন ৮৮ সেনিটমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শামসুল ওয়াদুদ জানিয়েছেন, বন্যায় এ পর্যন্ত ৫ হাজার ৫শ ৭ হেক্টর জমির ফসল সম্পূর্নভাবে তলিয়ে গেছে। এর মধ্যে রোপা আমন ধান ৫ হাজার ৪শ ১১ হেক্টর এবং ৯৬ হেক্টর বিভিন্ন জাতের শাকসব্জি। তলিয়ে যাওয়া রোপা আমন ধানের মধ্যে আত্রাই উপজেলায় ১ হাজার ৫শ ৩০ হেক্টর, মান্দা উপজেলায় ১ হাজার ৫শ ২০ হেক্টর, রানীনগর উপজেলায় ৮শ ৭০ হেক্টর এবং সদর উপজেলায় ৪শ ৮০ হেক্টর।

নওগাঁর মান্দায় বন্যা পরিস্থিতির অবনতি বিষয়ে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ বলেছেন ইতিমধ্যেই বন্যা দূর্গত পরিবারগুলোকে সরকারী সহযোগিতার আওতায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী উপজেলা নির্বাহী অফিসারের অনুকুলে বরাদ্দ দয়ো হয়েছে। সেগুলো বিতরণের কার্যক্রম চলছে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।