সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

176

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী চারমাথা মোড়ে সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে “থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা” ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় বদলগাছী চারমাথা মোড়ে বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র সমাজ, শিক্ষকসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন, বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ, উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবর আলী, এস এম সুজন, মানব বন্ধন ও প্রতিবাদ সভার আহবায়ক মিনহাজ, শিক্ষার্থী পিয়াস, তিন্নি ও বনি প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। রাস্তাঘাট, বাজার, কর্মস্থল ও বাড়ি-ঘরে কোথাও আজ নারী-শিশুরা নিরাপদ নয়। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। অবুঝ শিশুকে ধর্ষণ করা হচ্ছে। বাবার সামনে থেকে মেয়েকে, স্বামীর সামনে থেকে স্ত্রীকে উঠিয়ে নিয়ে নির্যাতন করা হচ্ছে। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেয়া প্রয়োজন। ধর্ষক ও নির্যাতনকারীদের ধিক্কার জানানো হয়। ধর্ষকদের সর্বোচ্চ সাজার দাবি ও কার্যকরের দাবি জানান তারা।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।