ধামইরহাটে চকময়রাম বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

254

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে সামাজিক দুরত্ব বজায় রেখে চকময়রাম বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মিলন- বাবু ও কনক প্যানেলের নিরঙ্কুশ জয় লাভ করেছেন। নির্বাচন কমিশনার ও ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত আবু হোসেন ও আলমগীর জানান, ৮ অক্টোবর সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। এতে ৬২ জন ভোটারের মধ্যে সকলেই স্বাচ্ছন্দে ও আনন্দ উল্লাসে ভোট প্রদান করেন।

নির্বাচনের ফলাফলে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাই আল হাদি চপল জানান, সভাপতি পদে বৈদ্যুতিক পাখা মার্কায় মহাব্বত হোসেন মিলন ২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল কুদ্দুস (বৈদ্যুতিক বাল্ব মার্কা) পেয়েছেন ২২ ভোট, এছাড়া সর্বোচ্চ সংখ্যক ৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক (আম মার্কা) নির্বাচিত হয়েছেন তরুন ব্যবসায়ী আব্দুর রহমান বাবু, তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস মার্কা নিয়ে ১৯ ভোট পেয়েছেন এবং কোষাধ্যক্ষ পদে শাহাদাত হোসেন কনক খাতা মার্কায় ৩০ পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী সোহেল রানা কলম মার্কা নিয়ে পেয়েছেন ২৮ ভোট।

নির্বাচিত সভাপতি মহাব্বত হোসেন মিলন ও সম্পাদক আব্দুর রহমান বাবু তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘চকময়রাম বাজারের ব্যবসায়ীগণ যে সম্মান আমাদের দিয়েছেন, আমরা তার যথাযথ মুল্যায়নে প্রাণপণ কাজ করে যাবো এবং ব্যবসায়ীদের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকবো।’

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।