বগুড়া সরকারি মাদরাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট শুরু

328
Govt-Madrasa-Football-Openi

বগুড়ার সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক ফুটবল টুর্নমেন্টে শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের গোয়ালগাড়ী এলাকায় মাদরাসা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি। প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করছে।

প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক মেহেরুল সুজনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল, খাজা বেকারি ও কনফেকশনারির পরিচালক খোবাইব শেখ, আবদুর রাজ্জাক শেখ, হারেজ উদ্দিন, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মনিরুজ্জামান এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক আল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম ম্যাচে মুখোমুখি হয় মাদরাসার এসএসসি ব্যাচ ২০০২ ও ২০১০। আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো মজবুত করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে প্রাক্তন ১৬টি ব্যাচ অংশ গ্রহণ করেছে। ২৩ অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে প্রাক্তনদের এই মিলনমেলা।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।