দুপচাঁচিয়ায় বিশ্ব ডিম দিবস পালিত

214

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা পর্যায়ে এবারই প্রথম বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে ৯অক্টোবর শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও প্রাণি সম্পদ কর্মকর্তা নাছরিন পারভীন এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সাদিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশীষ সরকার, পোল্ট্রি এ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুর ইসলাম, সাবেক ব্যাংকার আজিজুল হক, নারী উদ্যোক্তা সঞ্চিতা চৌধুরী প্রমুখ। এসময় বিভিন্ন স্তরের খামারী ও প্রাণি সম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।