পাঁচবিবি মহিপুর সরকারী কলেজের ৬ তলা একাডেমি ভবনের ভিত্তি ফলক উন্মোচন

200
পাঁচবিবি মহিপুর সরকারী কলেজের ৬ তলা একাডেমি ভবনের ভিত্তি ফলক উন্মোচন
পাঁচবিবি মহিপুর সরকারী কলেজের ৬ তলা একাডেমি ভবনের ভিত্তি ফলক উন্মোচন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির মহিপুর হাজী মহসীন সরকারি কলেজের ৬ তলা বিশিষ্ট নতুন একাডেমি ভবনের ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে। বিকালে কলেজ চত্তরে ভিত্তি ফলক উন্মোচন পূর্বে আলোচনা সভায় বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।

বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী সরকার, সহযোগী অধ্যাপক ড. মুন্সী শরীফ উজ্জামান, একেএম ফজলুর হক, সুভাশীষ কুমার মন্ডল, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী বায়েজিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, জেলা আ.লীগের সদস্য টুকু সরদার, উপজেলা আ.লীগের সভাপতি আঃ বকর সিদ্দিক মন্ডল, পৌর আ.লীগের সভাপতি এস, কে আব্দুল হক, সাঃ সম্পাদক ওবাইদুর রহমান, পৌর আ.লীগের যুগ্ন-সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জিহাদ মন্ডল, প্রমুখ। মেসার্স মিলন ট্রেডার্স নওগাঁ সদর ভবণ নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করবেন। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।