জয়পুরহাট ক্ষেতলালে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

382
জয়পুরহাট ক্ষেতলালে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
জয়পুরহাট ক্ষেতলালে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ নিরাপদ নারী-নিরাপদ দেশ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ, এই প্রতিপাদ্যে জয়পুরহাট ক্ষেতলালে ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী র‌্যালী-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ক্ষেতলাল থানার বিট পুলিশিং এর উদ্যোগে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী, মৌলভীদের নিয়ে ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী পৌর বিট ২ সমাবেশে হয়। ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মন্ডল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) তরিকুল ইসলাম সমাবেশে আরও বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডো আজাহার আলী, মোফাজ্জল হোসে, মুক্তিযোদ্ধা আঃ মজিদ ডাক্তার, ক্ষেতলাল পৌরসভার প্যানেল মেয়র জুলফিকার আলি চৌধুরী, ক্ষেতলাল আনসার ভিডিপি অফিসার, সাংবাদিক আজিজুল ইসলাম, এস এম ওয়াকিল আহমেদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম বলেন, মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে সারাদেশে ৬ হাজার ৯শত ১২টি উপজেলায় একযোগে আমরা নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ করছি। নারীর প্রতি সহিংসতা পরিহার করে তাদেরকে সম্মান করতে হবে, কারণ এই নারী আপনার মা আপনার বোন। এই নারীর গর্ভেই আপনার-আমার জন্ম।

নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় সরকার আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যু করেছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সমাজ থেকে মাদক দূর করতে সহযোগিতা করবেন।সভাপতির বক্তব্যে ওসি নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, নারীকে যদি আমি/আপনি আমাদের আপনজন ভেবে নেই তাহলে এই সমাজে আর নারী নির্যাতন থাকবেনা। সেজন্য প্রয়োজন আমাদের সচেতনত। তিনি আরো বলেন, ক্ষেতলাল উপজেলায় ৮টি বিট আছে। এবং প্রত্যেক বিটের অফিসারকে একটি সরকারি মোবাইল দেয়া হয়েছে। নারী নির্যাতন কিংবা যে কোন অপরাধের তথ্য আপনারা আমাদেরকে দিবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।