দরিদ্র পরিবারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইফ ফাউন্ডেশন’

182
দরিদ্র পরিবারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইফ ফাউন্ডেশন’
দরিদ্র পরিবারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইফ ফাউন্ডেশন’

নীলফামারী প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্ভিদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইফ ফাউন্ডেশন’। শারদীয় দূর্গোৎসব ঘিরে দরিদ্র পরিবারের মানুষদের মুখে হাসি ফোটাতে নতুন পোষাক দেয়া হচ্ছে সংগঠনটির উদ্যোগে। ইতোমধ্যে শহরের মাঝাপাড়া, মিলনপল্লী, বাড়ইপাড়া ছাড়াও জলঢাকার কৈমারী, সদরের কচুকাটা, পলাশবাড়ি, টুপামারী ও লক্ষ্মীচাপ ইউনিয়নে শিশু, নারী ও বৃদ্ধদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। বিতরণ করা পোষাকের মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, প্যান্ট, ফ্রোগ, থ্রি-পিচ। তার সাথে মুড়ি নারিকেল তেল ইত্যাদি। সেইফ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আমিন স্বপন জানান, এক হাজার মানুষের মাঝে আমরা এই কাপড় বিতরণ করবো। বিশেষ করে শিশুদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। কারণ তাদের মধ্যে উৎসবের ছোয়া যেন বেশি অনুভুত হয়।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।