প্রিন্সিপালের রুমের দরজার তালা ভেঙ্গে অফিস করলেন নতুন সভাপতি

361
প্রিন্সিপালের রুমের দরজার তালা ভেঙ্গে অফিস করলেন নতুন সভাপতি
প্রিন্সিপালের রুমের দরজার তালা ভেঙ্গে অফিস করলেন নতুন সভাপতি

শাহিন অলম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: রোববার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অফিস ভবনে অবস্থিত প্রিন্সিপালের রুমের দরজায় লাগানো তালা ভেঙ্গে অফিস করলেন এডহক কামটির নতুন সভাপতি উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী ইমাম ইনোকি। সেখানে প্রায় ২ ঘন্টা যাবদ থাকার পর অফিস কক্ষে নতুন তালালাগিয়ে চলে যায় সভাপতি ও তার সহযোগিরা। সে সময় স্কুল ও কলেজে উপস্থিত থাকা প্রভাষক আব্দুস সোবাহান, প্রভাষক শাহিন আলম, সহকারী শিক্ষক আবজাল হোসেন, আতাউর রহমাম ও সামসুর আলম জানান, সভাপতি সাহেব আমাদরে মিটিং এর কথা বলে আলাদা এক কক্ষে বসে রেখে তারা প্রিন্সিপালের কক্ষের তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে যায়।এসময় আরো উপস্থিত ছিলেন, অফিসসহকারী জোবায়ের হোসেন এবং ৪র্থ শ্রেণীর কর্মচারি আবু তালেব।

তারা সকলেই জানান, তালা ভাঙ্গার সময় সভাপতির সাথে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শাহিন আলম, অবিভাবক সদস্য মামুন সহ বাবু, আরিফ, শাহিন আলম, হাকিম, জামাত আলী প্রমূখ। এবিষয়ে জানতে চাইলে সভাপতি আলী ইমাম ইনোকি বেেলন, অফিস করা আমার অধিকার সরকারী সুবিধা ভোগ করেও সরকারী আদেশ নামেনে প্রিন্সিপাল দীর্ঘ ২৮ দিন যাবদ অনুপস্থিত থাকায় আমি অফিসে বসতে পারিনা এমন কি গত মাসের বেতনের টাকা উঠাতে পারেননি কোন শিক্ষক। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ বলেন, এক জনের রুমের তালা ভেঙ্গে প্রবেশ করা অন্যায়।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।