আদমদীঘিতে ১২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

151
আদমদীঘিতে ১২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
আদমদীঘিতে ১২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম, এ মতিন, সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের দল। বুধবার সন্ধ্যায় উপজেলার শিবপুর এলাকায় মেসার্স শারীব কারখানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী হলো, নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার মাতাজি ঘোষনগর গ্রামের মোঃ মতি মন্ডল ছেলে সোহেল রানা (২৯)। বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক সামসুল আলম বলেন, বুধবার সন্ধ্যায় এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস আদমদীঘির শিবপুর এলাকায় মেসার্স শারীব কারখানার সামনে পৌঁছলে বাসটি তল্লাশি করে যাত্রী বেশে ওই মাদক ব্যবসায়ীর পায়ের মাঝে একটি প¬াস্টিকের বস্তায় দুইটি বালিশের ভিতরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ১২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ সোহেল রানা কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে বগুড়া জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।