পীরগঞ্জে জাতীয় পার্টির আহবায়ক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

251
পীরগঞ্জে জাতীয় পার্টির আহবায়ক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ
পীরগঞ্জে জাতীয় পার্টির আহবায়ক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

পীরগঞ্জ, রংপুর: রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার গত ১৯ অক্টোবর ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় জাতীয় পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার ডাক বাংলো থেকে থানা মোড় পর্যন্ত প্রর্দক্ষিণ শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবেদ আলী প্রধান। বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ও পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর আলমগীর হোসেন।

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান পিন্টু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক হায়দার আলী, স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মন্ডল, যুব সংঘতির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক কামরুল হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সরকার, জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসাদুজ্জামান মন্ডল সবুজ, সদস্য সচিব ফেরদৌস সরকার ফিরোজ, পৌর ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রেম কুমার, সদস্য সচিব শাওন মিয়া ও ১৫টি ইউনিয়নের জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আহবায়ক কমিটির সদস্য সচিব নুর আলম মিয়া যাদু এর সাথে কথা হলে তিনি জানান, আমাদেরকে বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন। এ বিষয়ে আমাদের কিছুই করার নেই।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।