পাঁচবিবির উদীয়মান সমাজ সেবক বিপ্লব চৌধুরী পেলেন মাদার তেরেসা ও কবি জীবনানন্দ দাশ এ্যাওর্য়াড

237
পাঁচবিবির উদীয়মান সমাজ সেবক বিপ্লব চৌধুরী পেলেন মাদার তেরেসা ও কবি জীবনানন্দ দাশ এ্যাওর্য়াড
পাঁচবিবির উদীয়মান সমাজ সেবক বিপ্লব চৌধুরী পেলেন মাদার তেরেসা ও কবি জীবনানন্দ দাশ এ্যাওর্য়াড

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির বন্ধন এনজিওর প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ শফিকুল ইসলাম বিপব্ল চৌধুরী সমাজসেবা ও মানবসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ মাদার তেরেসা ও কবি জীবনানন্দ দাশ এ্যাওয়ার্ড পেয়েছেন। শিল্প-সাহিত্য, ব্যাংক, বীমা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, শিক্ষা, সঙ্গীত, চিকিৎসা, সমাজসেবা ও জাতীয় উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁদের অনন্য অবদানের কথা বিবেচনা করে এবছর ২২ জন গুণী ব্যক্তিকে কবি জীবনানন্দ দাশ স্মৃতিপদক-২০ প্রদান করা।

জীবনানন্দ দাশ স্মৃতি ফাউডেশনের আয়োজনে ২২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভি আই পি লাউজে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে অন্যদের ন্যায় বিপ্লব চেীধুরীকে এ সম্নাননা প্রদান করা হয়। ১৭ অক্টোবর অপর এক অনুষ্টানের মাধ্যমেও বিপ্লব চৌধুরীকে মাদার তেরেসা এ্যাওয়ার্ড প্রদান করা হয়। সাজ প্রকাশনীর প্রকাশক শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা শেষে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিপ্লব চৌধুরীকে এ সম্নাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ২১ শের পদকপ্রাপ্ত মোঃ নুরল হুদা, সাংবাদিক মাহমুদ-আল ফয়সাল ও কলাম লেখক গোলাম কাদের সহ অনেকেই।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।