শিবগঞ্জে রোপা আমন ধান কাটা মাড়াই এর উদ্বোধন

185
রবিউল ইসলাম রবি শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে আগাম জাতের উচ্চ ফলনশীল রোপা আমন ব্রি-৯০ জাতের ধান কাটা মাড়াই শুরু হয়েছে। ১১০ দিনে আগাম জাতের ধান ঘরে তুলতে পেরে খুশি চাষিরা। কৃষি বিভাগ বলছে, এই ধান বাজার আসায় ঊর্ধ্বমুখী চালের বাজার কিছুটা হলেও কমবে। ভাদ্রের প্রথম সপ্তাহে রোপণ করা আগাম জাতের রোপা আমন ধান কলাপাকা হয়ে দুলছে মাঠে মাঠে। মাত্র ১১০ দিনের মধ্যে পাকা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত কৃষক। বালাইমুক্ত দ্রত সময়ে উচ্চ ফলনশীল ধান ঘরে তুলতে পেরে খুশি তারা। কৃষকরা বলছেন, ১৪০ দিনের আগে যেখানে ধান পাওয়া যায় না। সেখানে ১১০ দিনে ধান কেটে তোলায় বিকল্প ফসল চাষে সুযোগ বাড়ছে। স্বল্প সময়ের ধান কেটে বাজারে তোলায় ঊর্ধ্বমুখী চালের দর সহনীয় হবে বলে মনে করেন শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আল মুজাহিদ সরকার।  এ উপলক্ষে শিবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২১ অক্টোবর বুধবার সকালে উপজেলার রায়নগরে কৃষক আজমলের জমিতে রোপা আমন ধান কাটা মাড়াই এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ সোহেল মোহাম্মদ শামসুদ্দীন ফিরোজ, উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ আজম আহসান শহিদ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কেএম রাফিউল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, এনামুল হক, মোজাম্মেল হকসহ কৃষকগণ।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।