নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত

249

 

নওগাঁ প্রতিনিধি: “মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইনস্ এর ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে এই কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এম.পি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তারে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন, নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও নওগাঁ সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কেএম মামুন খান (চিশতি), জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহাসহ বিভিন্ন উপজেলার কমিউনিটি পুলিশিং এর সভাপতি-সাধারণ সস্পাদক সহ পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মকান্ডের উপর আলোকপাত করেন বক্তরা।

পরে কমিউনিটি পুলিশিং এ বিশেষ ভূমিকা রাখায় পোরশা উপজেলার কমিউনিটি পুলিশিং এর সভাপতি শাহজাহান আলী ও মহাদেবপুর থানার এসআই খোকন কুমার কুন্ডুকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।