জয়পুরহাট ক্ষেতলালে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

311
জয়পুরহাট অফিস: জয়পুরহাটে ক্ষেতলালে ২০১৯-২০২০ চক্রের ভিজিডি সদস্যদের নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় মামুদপুর ইউনিয়ন পরিষদ হল রুমে গ্রামাঞ্চল সংস্থা (জিএস) পাঁচবিবি, জয়পুরহাট এর আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর সহযোগীতায় মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শামীম এর সভাপত্বিতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এ,এফ, এম আবু সুফিয়ান, বিশেষ অতিথি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রহুল আমিন পাপন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নওজেশ আরা। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারন স¤পাদক সাংবাদিক হাসান আলী, গ্রামাঞ্চল সংস্থা নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, সংস্থার ভিজিডি কর্মসুচির ম্যানেজার আবু হাসান, ইউপি সচিব শাহজাহান আলম, হিসাব সহকারী পুলক কুমার মহন্ত, উদ্যোক্তা নিখিল চন্দ্র, রেহেনা পারভীন  সহ ২৫ জন প্রশিক্ষণার্থী।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।