ধানের সাথে শত্রুতা, মহাদেবপুরে ধানক্ষেতে আগাছা নাশক প্রয়োগে সর্বশান্ত বর্গা চাষি

260

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে দুর্বিত্তের আগাছানাশক প্রয়োগে চিনিআতোব ধানক্ষেত পুড়ে বর্গাচাষি সর্বশান্ত হয়েছেন। উপজেলার ভীমপুর ইউনিয়নের দাশড়া গ্রামের নিম্ন আয়ের বর্গা চাষি কৃষক ও মৃত খবির সদারের পুত্র কাছের আলী সরদার ও মেছের আলী সরদার দুই ভাই । অনেক কষ্টের টাকা দিয়ে জমি বর্গা নিয়ে চিনিআতোব ধান চাষ করেছেন তারা। রাতের আধাঁরে দুর্বিত্তরা দুই ভায়ের ৩ বিঘা চিনি আতোব ধানক্ষেতে আগাছা নাশক প্রয়োগ করে ধানক্ষেত পুড়ে সর্বশান্ত করেছেন তাদের। ভুক্তভোগী কাছের আলী সরদার জানান, গত শনিবার আমার ধানক্ষেত ঘুরে দেখেছি তখন সব ধানক্ষেত ভালো ছিল। এবারে চিনিআতোব ধান খুব ভালো হয়েছে ফলন ভালো পাব বলে অনেক আশায় স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এক রাতের মধ্যেই গত রোববার আগাছানাশকের বিষকৃয়াই ধানক্ষেত পুড়ে আমার সমস্ত সপ্ন ভেঙ্গে সর্বশান্ত হয়ে পড়েছি। এ বিষয়ে কর্তৃপক্ষের উপযোক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। ভুক্তভোগী ছোট ভাই মেছের আলী সরদার বলেন, দূর্বিত্তরা আমাদের দুই ভাইকে সর্বশান্ত করার উদ্দেশ্যে এ কাজটি করেছে।

স্থানিয় ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র মোবাইল ফোনে বলেন, আমি বিষয়টি জেনে অত্যন্ত কষ্ট পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জুয়েল জানান, অভিযোগ সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রাহণ করা হবে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।