রাণীশংকৈলে হেলথ্ এসিস্ট্যান্টদের কর্মবিরতি

260
রাণীশংকৈলে হেলথ্ এসিস্ট্যান্টদের কর্মবিরতি
রাণীশংকৈলে হেলথ্ এসিস্ট্যান্টদের কর্মবিরতি
রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ নভেম্বর সোমবার বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির উদ্যোগে নিয়োগবিধি সংশোধনসহ  বেতন স্কেল আপগ্রেডেশন ও টেকনেশিয়ান পদ মর্যদার দাবিতে গত ২৬ নভেম্বর  বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। এই উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তারা কর্মবিরতি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সমিতির  সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক তাজমুল জাহান বাণী ।
এছাড়াও স্বাস্থ্য সহকারি স্মৃতি সাঈদা জেবিন,  শামসুন্নাহার,  গোলাপী বেগম ও মাজেদুর রহমান প্রমুখ। এ প্রসঙ্গে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার ফিরোজ আলম জানান তাদের ব্যানারে একটি কর্মবিরতি চলছে এবং আমাদেরকে একটি স্মারকলিপি দিয়েছেন।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।