ক্ষেতলালে ‘আউট অব স্কুল চিলড্রেন পিইডিপি-৪’ জরিপ কর্মশালা অনুষ্ঠিত

333
এস এম মিলন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- জয়পুরহাট ক্ষেতলালে ‘আউট অব স্কুল চিলড্রেন অ্যাডুকেশন’ জরিপ কর্মশালা প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১৪ বছর বয়সের ১৮.২ ভাগ শিক্ষার্থী ঝড়ে পড়ে। এখনও ২ ভাগ শিশু স্কুলে ভর্তি হয় না। সে হিসেবে দেশের ৩০ লাখ শিশু এখনও শিক্ষার বাইরে তাদের শিক্ষার আওতায় আনতে সারা দেশের ৩৪৫টি উপজেলায় ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার যার মধ্যে জয়পুরহাট ক্ষেতলাল এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে।
সরকারের এই কর্মসূচি সফল করতে ক্ষেতলাল ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রোগ্রাম বিষয়ক অবহিতকরন জরিপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিনভর ক্ষেতলালে এমকেবিএস অফিসের হলরুমে এই জরিপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, জয়পুরহাটের এমকেবিএস এনজিও এর নির্বাহী পরিচালক ফারাজানা আরফিন এর সভাপতিত্বে  জরিপ বিষয়ক প্রশিক্ষণ সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার এসডিএস এনজিও সংস্থার নির্বাহী পরিচালক আয়শা আক্তার।
সহযোগীতায় উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়  বাস্তবায়নকারী সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস) পাঁচবিবি জয়পুরহাট, সহযোগি সংস্থা মহিলা কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন সংস্থা সাহেব পাড়া জয়পুরহাট।
এতে সভাপতির বক্তব্যে এমকেবিএস এনজিওর নির্বাহী পরিচালক ফারজানা আরফিন বলেন, সরকার মানুষকে শিক্ষিত করতে সর্বোচ্চ চেস্টা করে যাচ্ছে।
কেউ শিক্ষা বঞ্চিত হলে তিনি নিজে কিংবা তার পরিবারই শুধু নয়, সমাজ এবং রাস্ট্র ক্ষতিগ্রস্থ হয়।
শিক্ষা বিহীন মানুষ দৃস্টিহীনের মতো। তাই প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া এবং এখনও স্কুলে ভর্তি না হওয়া শিশুদের শিক্ষার আওতায় আনতে সরকার ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রকল্প হাতে নিয়েছে।
সরকারের এসডিজি বাস্তবায়নে এই প্রকল্প সফল করতে সংশ্লিস্ট সকলের প্রতি আহ্বান জানান নির্বাহী পরিচালক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদী আসিক রাজু, উপজেলা ছাত্রলীগ নেতা তাইফুল ইসলাম।
এছাড়াও মহিলা কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন সংস্থার ম্যানেজার আব্দুস সালাম, সাংবাদিক এস  এম মিলন, আক্তারুজ্জামান তালুকদার, ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের নেতা আশরাফুল আলম, রনি আহম্মেদ, স্বরন সহ বিভিন্ন এলাকা থেকে আগত জরিপকারি বৃন্দ উন্নয়ন সংগঠক এবং উপজেলার বিশিস্ট ব্যক্তিবর্গ জরিপ কর্মশালায় উপস্থিত ছিলেন।
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।