শিবগঞ্জে জোরপূর্বক জমি দখলে চেষ্টা

223

রবিউল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ-  বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের কুমলিহার গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আলহাজ্ব ইদ্রিস আলীর পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক অবৈধ ভাবে দখলের চেষ্টা করছে একই গ্রামের মৃত তছির উদ্দিন আকন্দের ছেলে মফসের আলী আকন্দগং।

জানা যায়, উপজেলার পিরব মৌজার ২৭১নং খতিয়ানের ৪০নং দাগের আলহাজ্ব ইদ্রিস আলীর ৫শতাংশ জমি কৌশলে মফসের আলী তার নিজ নামে রেকর্ড করে নেয়। রেকর্ড সংক্রান্ত বিষয়টি বাদী ইদ্রিস আলী জানতে পেরে রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ দিন মামলা পরিচালনার পর ইদ্রিস আলী আদালত থেকে মামলার রায় ও ডিগ্রী পান। শুধু তাই নয় ঐ ৫শতাংশ জমির উপরে আদালত থেকে বিবাদীর উপরে নিষেধাজ্ঞা জারি করাও হয়েছে।

বিবাদী মফসের আলীর কাছে বৈধ কোন কাগজ পত্র না থাকার পরেও আদালতের রায় ও আদেশকে অমান্য করে ৫শতাংশ জমিতে বোরো ধান রোপন করার জন্য জোর পূর্বক হাল চাষ করেছেন। অভিযোগকারী বিবাদীকে জমিতে হাল চাষ করতে নিষেধ করায় বাদী ইদ্রিস আলীকে প্রতিপক্ষ মারপিটসহ প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে ।

বাদী নিরুপায় হয়ে প্রানের ভয়ে অত্র শিবগঞ্জ থানায় সুষ্ট বিচার পাওয়ার জন্য একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে শিবগঞ্জ থানায় অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রবি

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।