পাঁচবিবি সীমান্তে মাদকসহ আটক-১

253

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:-  জয়পুরহাটরে পাঁচবিবি সীমান্তে ৬০বোতল ফেন্সিডিল ও কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাটখোলা বিওপি বিজিবি সদস্যরা। শনিবার গভীর রাতে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।

হাটখোলা বিজিপি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম ও নায়েক আতাউর রহমান জানান, ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন এর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার সময় নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে টহলদল সীমান্ত পিলার ২৮১/১১-এস এর সন্নিকটে বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম উচনা মাঠের মধ্যে টহলরত থাকাবস্থায় নন্দইল গ্রামের আব্দুল মজিদের পুত্র মোঃ সাদ্দাম হোসেন কে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীকে মাদক দ্রব্য আইনে মাদক-দ্রব্যসহ পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

অপর অভিযানে কয়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গাঁজা ও আরো ৩০ বোতল ফেন্সিডিল- মালিক বিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধানে ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এছাড়া তিনি বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।