ধামইরহাটে ক্রসব্রীড জাতের গরু পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠি

256

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের ৯৪ জন কৃষকের মাঝে ক্রসব্রীড জাতের বকনা গরু বিতরণ করা হয়েছে।

১৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এবং সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে এসব গরু বিতরণ করা হয়।

বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এমপি মো.শহীদুজ্জামান সরকার।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ডা.আনোয়ার সাহাদৎ, নওগাঁ জেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মহিউদ্দিন, ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.এমরান আলী, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.রিপন রেজা, উপকারভোগি কৃষক জুলিয়াস হেম্ব্রম প্রমুখ বক্তব্য রাখেন।

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর দায়ভার নেবে না।